Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১) নামজারী প্রক্রিয়া সেবাপ্রার্থীদের শতভাগে সেবা নিশ্চিতকরণ
 কার্যালয়ে নামজারী প্রক্রিয়ায় জবাবদিহিতা আনয়ন করা হয়েছে এবং সরাসরি আবেদন গ্রহণ ও শুনানীর মাধ্যমে নামজারী নিষ্পত্তি করা হচ্ছে। পূর্বে নামজারী প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে স্থানীয় দালাল ও ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নির্ভরশীল ছিল। এ কার্যালয়ে নামজারী ও জমাভাগ মোকদ্দমায় জবাবদিহিতা আনয়ন ও সেবাগ্রহীতাদের সরাসরি অংশ গ্রহণ শতভাগ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এ কার্যালয়ে সহকারী কশিনার (ভূমি) কর্তৃক সরাসরি এবং শতভাগ নামজারী আবেদন গ্রহণ ও শুনানী নিশ্চিত করা হয়েছে।  

২) গভীর নলকূপ স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা করা :
আগত সেবাপ্রার্থীদের বসার স্থান “মুক্ত-মঞ্চে” নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে এবং এর জন্য একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। পূর্বে সেবাপ্রার্থীদের জন্য এ ব্যবস্থা ছিল না। ফলে পানি খাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন রেস্তোরায় যেতে হতো। বর্তমানে সেবাপ্রার্থীরা এ অফিসেই বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন, এ জন্য এখন রেস্তোরায় যাওয়ার প্রয়োজন নেই। 

৩)  ঊর্ধ্বমূখী সম্প্রসারণ ও সম্মেলণ কক্ষ তৈরি :
এ অফিসটি ঊর্ধ্বমূখী সম্প্রসারণ করে একটি সম্মেলণ কক্ষ তৈরি  করা হয়েছে পাশাপাশি কর্মকর্তা-কর্মচারিদের জন্য আধুনিক কর্মপরিবেশ তৈরি সম্ভব হয়েছে। পূর্বে অফিসকক্ষ কম থাকায় একটি কক্ষে একাধিক সেকশনের কাজ করতে হতো। ফলে কর্ম পরিবেশে শৃঙ্খলা ছিল না। তাছাড়া অফিসের কর্মকর্তা/ কর্মচারীদের বিভিন্ন মিটিং এর জন্য কোন কনফারেন্স কক্ষ ছিল না।  বর্তমানে এ অফিসটি ঊর্ধ্বমূখী সম্প্রসারণ করে একটি সম্মেলণ কক্ষ তৈরি  করা হয়েছে এবং অফিস কক্ষ বৃদ্ধি করণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের জন্য আধুনিক কর্মপরিবেশ তৈরি সম্ভব হয়েছে।